• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে এইচএসসি ফলাফলে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ-অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় গৌরবের শিখরে শতভাগ পাসসহ ২৫ জিপিএ-৫ যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টবর সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ঘটনাস্হলে অজ্ঞাত যুবকের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে খুলনা-১ আসনের মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে – আমীর এজাজ খান বেলকুচিতে পৌরসভায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন ধুনটে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত লালন শাহের আজ ১৩৫ তম তিরোধান দিবস –ডাঃ কামরুল ইসলাম মনা আওয়ামীলীগ ক্যাডারের নাম যুবদলে অন্তর ভুক্তির সুপারিশে বিএনপি তারেক রহমানের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে জেলা মহিলা বিএনপির নারী সমাবেশ

মাস্টার নজির আহমদ ট্রাস্ট’ কর্তৃক ১৫তম বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন: ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

Muntu Rahman / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫


‎ রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন
‎ (প্রতিবেদক) চট্টগ্রাম:

‎​’জ্ঞানই শক্তি’- এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে  ১৫ অক্টোবর ২০২৫ তারিখ, বুধবার বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ট্রাস্টের ১৫তম বই বিতরণ অনুষ্ঠান। মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ৬টি মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

‎​মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের অন্যতম সদস্য ও মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মিসেস মরিয়ম বেগম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুফিদুল আলম-এর মনোজ্ঞ সঞ্চালনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।

‎​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ওয়াহিদুল আলম এবং পবিত্র গীতাপাঠ করেন মোহনা সিকদার। বক্তরা নিজেদের বক্তব্যের  মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত অতিথিবৃন্দ। শিক্ষকদের মধ্য হতে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বনশ্রী সেন গুপ্তা এবং জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক তুষার কান্তি ভারতী। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ ইসমাইল হোসেন এবং নাদিয়াতুল কবির।

‎​প্রধান অতিথি মিসেস মরিয়ম বেগম তাঁর বক্তব্যে বলেন, “মাস্টার নজির আহমদ ট্রাস্ট শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতি বছর বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। জ্ঞানার্জনের পথে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ২০২৫ সালে বিনামূল্যে বই প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:

‎১। মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ

‎২। পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা

‎৩। রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসা

‎৪। জলদি হোছাইনিয়া কামিল মাদ্রাসা

‎৫। শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসা

‎৬। যাতানুরাইন ফাজিল মাদ্রাসা।

‎​অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং আগত সকল অতিথির জন্য দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়। ট্রাস্টের এই মহতী উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD