পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে গাজী আইস প্ল্যান্টের কন্ডেনসার পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ২০ জন শ্রমিক ও জেলে অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাত ১টা ২৬ মিনিটে বরফ কলের করন্ডেনসার পাইপ হঠাৎ ফেটে গেলে মুহূর্তেই তীব্র অ্যামোনিয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।বাতাসের বেগ দক্ষিণ মুখি হওয়ার দরুন আলীপুর এলাকায় ঘাটে নোঙর করা মাছ ধরার ফিসিং ট্রলারের জেলেরা অসুস্থ হয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী ফিশিং ট্রলারে থাকা জেলেরা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং বমির উপসর্গে ভোগেন।
স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে তাদের সহায়তায় ৯ জন অসুস্থ জেলেকে তুলাতলি ২০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
অসুস্থদের মধ্যে রয়েছেন— ফিরোজ, দুলাল, ইয়াসিন, করিম, বসির, মাকসুদ, আওলাদ, সবুজ ও হাবিব।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অক্সিজেন সংকট থাকায় পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইস প্ল্যান্টটির কারিগর ত্রুটি নিরুপন ও মেরামতের জন্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
ফায়ার সার্ভিসের সদস্য মো. জাকির বলেন, অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত বিপজ্জনক এটি শ্বাসনালী ও চোখে মারাত্মক প্রভাব ফেলে। দ্রুত নিয়ন্ত্রণে না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মহিপুর-আলীপুর এলাকায় অনেক পুরনো বরফ কল অরক্ষিতভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও কারিগরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অতীব জরুরী।
Devoloped By WOOHOSTBD