
এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(,চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৩০জানুয়ারি)চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সীতাকুন্ড উপজেলা পরিষদে চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দীন , উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, যুব কর্মকর্তা মো: শাহ আলম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আয়োজিত মেলায় এ বছর উপজেলার প্রায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুন্ড