পুলিশ লাইন্স মডেল স্কুল ভবনের ১ম তলা সার্বিক সংস্করণ ও ২য় তলা নির্মাণ পুলিশ লাইন্স মডেল স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলায় শিক্ষা বিস্তার ও শিক্ষার মান উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহু এর পারিবারিক উদ্যোগে ঝিনাইদহ পুলিশ লাইন্স মডেল স্কুল এন্ড কলেজের ১ম তলার সার্বিক সংস্কার এবং ২য় তলা সম্পূর্ণ নির্মাণ কর দেয়া হয়। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির শুভ উদ্বোধন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি একতি আদর্শ শিক্ষালয় হিসেবে জ্ঞানের আলো ছড়িয়ে ঝিনাইদহে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার বিষয়ে তিনি সার্বিক দিকনির্দেশনাও দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসায় তিনি মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) ও তাঁর পরিবারের উদ্যোগের প্রতি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব কনক কান্তি দাসসহ ঝিনাইদহের শিক্ষানুরাগী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।