ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে কাঞ্চননগর মডেল স্কুল এ কলেজে জাহেদী পরিবারের উদ্যোগে নির্মিত হয়েছে তিন তলা বিশিষ্ট একটি ভবন। বিদ্যালয়টির শ্রেণীকক্ষ সঙ্কট নিরসন, শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে বিশেষ গুরুত্ব বহনকারী ১৫ ফেব্রুয়ারি ২০২১ সালে “জাহেদী ফাউন্ডেশন একাডেমিক ভবন” ভবনটির শুভ উদ্বোধন করা হয়।
একই বিদ্যালয়ের অন্য একটি ভবনের ৩ তলায় ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি “একাডেমিক হল” নির্মাণ করে দেয়া হয়। সেটি উদ্বোধন করেছিলেন মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) এর আব্বা মরহুম মোঃ জাহিদ হোসেন মুসা। এই স্মৃতিময় উদ্বোধন কার্যক্রমই ছিল মুসা মিয়ার সুদীর্ঘ কর্মময় জীবনে স্বতঃস্ফূর্তভাবে সর্বশেষ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ।
মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) সবসময় শিক্ষার্থীদের জীবনে সাফল্যের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, সেই লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা এবং শৃঙ্খলাবোধের উপর গুরুর্তুআরোপ করেন। তিনি তাঁর পিতার নির্লোভ জীবনযাপন এবং তাঁর নির্দেশনা “অর্জন যা কিছু করবে, তোমার প্রয়োজনের অতিরিক্ত যা থাকবে মনে করবে সেটা অন্যের”- একথা সব সময় পরিবারের সবাইকে নিয়ে মেনে চলেন।
Devoloped By WOOHOSTBD