কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান সংখ্যাক হওয়ার কারনে প্রতিদন্দী দুই প্রার্থীর মধ্যে পুনঃ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মান্নান রানা বিশ্বাসের চিফ এজেন্ট মোঃ আলাউদ্দিন।
এই উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন। তবে ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা বিশ্বাস ৬১২৩ এবং মোটরসাইকেল প্রতীকের ফারুক আলম পান্না ৬১২৩ ভোট পান। দুই প্রতিদন্দী প্রার্থী আব্দুল মান্নান রানা বিশ্বাস ও ফারুক আলম পান্না সমান সংখ্যাক ভোট প্রাপ্ত হওয়ায় দুজনের মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে হঠাৎ করে রাত ১০ টার সময় রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে বিজয়ী বিজয় নির্ধারণ করার নির্দেশনা দেন।
৯ মার্চ (শনিবার) রাত ১১ টার সময় ঝাউদিয়ার প্রধান নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চিফ এজেন্ট মোঃ আলাউদ্দিন বলেন, তার প্রার্থী আব্দুল মান্নান রানা বিশ্বাস অসুস্থ থাকার কারণে আমাকে সংবাদ সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে পুনঃনির্বাচনের ঘোষণা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু হঠাৎ করে শুনি লটারি হবে। আমরা লটারি না মেনে পুনঃনির্বাচনের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু ২০২৩ সালের ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।