রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত মাদক কারবারিদের নাম, মোহাম্মদ সুমন ও মোঃ বিল্লাল।
গতকাল শনিবার দিবাগত-রাত ৯-টা ৪৫ ঘটিকায় পল্টন থানার কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা গণমাধ্যম কর্মীদের জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র দেশের সীমান্তবর্তী জেলা হতে বিপুল পরিমাণ গাঁজা এনে বিক্রির জন্য পল্টন থানার কালভার্ট রোড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন ও মোঃ বিল্লালকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক লোকের কাছে বিক্রির জন্য গাঁজা সংগ্রহ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের রাজধানীর পল্টন থানার মামলায় পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উক্ত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (১৩-ই আগষ্ট ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
RUHUL AMIN, DHAKA-13/08/2023
Devoloped By WOOHOSTBD