দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি ব্রান্ডের মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ মিনাল শরীফ, ২/ ছালমা আক্তার।
অভিযান চলাকালীন সময়ে আসামীদের হেফাজত হতে যথাক্রমে, (ক) ২৯০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, (খ) ২-টি পাসপোর্ট, (গ) ১-টি প্রাইভেটকার, (ঘ) নগদ ৫০ হাজার টাকা জব্দ করতে সক্ষম হন। ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম পিপিএম-বার গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেন।
ওসি পারভেজ ইসলাম, গত বৃহস্পতিবার দিবাগত-রাত সাড়ে ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই সকল বিদেশি মদ উদ্ধার পূর্বক আসামী মিনাল ও ছালমাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে বলেও গণমাধ্যম কর্মীদের জানান।
RUHUL AMIN, DHAKA- 23/02/2024 🇧🇩
Devoloped By WOOHOSTBD