রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে সন্ত্রাস, অস্ত্র উদ্ধার জঙ্গিবাদ ও মাদক নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন ডিএমপির একটি চৌকস অভিযানিক দল। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ শাহবুদ্দিন, ২/ মোঃ আব্দুস সালাম ওরফে খোকন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গতকার সোমবার দিবাগত রাত ৮-টা ৩০ ঘটিকায় ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাজধানীর ডেমরা থানা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান মনিরের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্য ইয়াবার চালানসহ গ্রেফতার করতে সক্ষম হন।
থানা পুলিশ সুত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকার করে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উক্ত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (২৫-জুলাই ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
RUHUL AMIN, DHAKA-2৫/07/2023
Devoloped By WOOHOSTBD