যাহারা বিদেশ যেতে চান তাহারা এই সমস্থ চিটার এবং নারী পাচার কারী থেকে সাবধান
Muntu Rahman
/ ৪৬
Time View
Update :
বুধবার, ৫ জুন, ২০২৪
Share
নাম আব্দুর রাজ্জক মিলন পিতা জহির জোয়ারদার গ্রাম লেবুতলা থানা ঝিনাইদহ জেলা ঝিনাইদহ। এই চিটার ব্যক্তি নাসিমা বেগম এবং আলোমতি পিতা মোসাবফ আলী মন্ডল সাং সোহাগপুর থানা হরিনা কুন্ডু ঝিনাইদহ কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে তিন লক্ষ সত্তর হাজার টাকা নেয়। অভিযোগ তাদেরকে বিদেশ পাঠানোর নাম করে ঢাকায় আনা নেওয়া করে। তাদের পাসপোর্ট পর্যন্ত সে নেয়নি অথচ সে আদম ব্যবসার সাথে জড়িত এবং নারী পাচারকারীর সাথে জড়িত অভিযোগ উঠেছে উনি বিভিন্ন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকেন। এ অবস্থায় নাসিমা বেগম এবং আলোমতি বেগম মিলনকে খুঁজতে খুঁজতে ঝিনাইদা শহরে এসে পেয়ে যায় এবং তার গলা চেপে ধরে মারধর শুরু করে। তাদের অভিযোগ এই সমস্ত চিটার বাটপার কে চিনে রাখুন এদের থেকে আপনারা দূরে থাকুন এবং এই সমস্ত চিটার বাটপার কে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।