ফরিদপুর জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অমর সাহা তপু, শহীদ জায়া বীরঙ্গনা চারুবালা, শহীদ জায়া বীরঙ্গনা মায়ারানি, শহীদ পরিবারের সদস্য সান্তনা রায়, লক্ষণ সাহা, মনোয়ারা বেগম, মোশারফ মন্ডল বিনা পারভিন লক্ষ্মী সুধাম সাহা , মানিক ঢালী, চৈতন্য সাহা, নুর ইসলাম ঢালী, খলিল মোল্লা, ভোলানাথ দাস বেদন মোল্লা প্রমূখ।
সভায় বক্তারা শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দুঃখ দুর্দশা তুলে ধরেন। তারা বলেন এদেশে বীর মুক্তিযোদ্ধারা সরকারিভাবে সম্মানিত হলেও শহীদ পরিবারের সদস্যদের তা থেকে বঞ্চিত করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অবহেলিত । তারা কোনো সরকারি সুবিধা পায় না। সরকারি ভাতাদি পায় না । সামাজিকভাবে অনেক পিছিয়ে আছে। তারা এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
Devoloped By WOOHOSTBD