ভেড়ামারায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্বর্ধনা
Muntu Rahman
/ ৭৫
Time View
Update :
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Share
ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্বর্ধনা দেয়া হয়। আজ সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম এ উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু প্রমূখ।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মাননীয় এমপি আলহাজ্ব কামারুল আরেফিন। মুক্তিযোদ্ধাদের আপদকালীন তহবিলের জন্য এমপি মহোদয় ৩ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।