জেলা প্রতিনিধি: মোঃ এনামুল
রবিবার (২০ আগস্ট) রাজশাহী জেলার বাগমারা উপজেলার রামপুর পাঁথার সর.প্রা.বি ও হাতরুম সর.প্রা.বি রে তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পেইন বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
এই তালপত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত হয় ৫শে নভেম্বর ২০২০ সালে তালপত্র ফাউন্ডেশনের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন মোঃ শরিফ উদ্দিন (২৫) শরিফ উদ্দিন বলছেন আমাদের কাজ গরিব অসহায় এতিম দের নিয়ে ও ভালো কাজ করার জন্য। আমরা ক্যাম্পেইন গুলোতে স্কুল গামী শিক্ষার্থীদের শিখতে পারছি
#গাছ লাগানোর প্রয়োজনীয়তা
# সঠিক ভাবে চিঠি লেখার কৌশল পাশাপাশি তালপত্র ফাউন্ডেশনের নামটি শিক্ষিত সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে।
ক্যাম্পেইন ও বৃক্ষ রোপন কর্মসূচি জন্য নির্বাচিত স্কুল সমূহ তালিকা 🧩 .
বিষয়: “গাছ লাগানোর প্রয়োজনীয়তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখে সেরা দশজন পাবে পুরস্কার” বিষয়ে প্রচারাভিযান এবং বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণ।
এরিয়া: বাগমারা ও মান্দা উপজেলার কিছু অংশ।
🛖বাগমারা:
রামপুর পাঁথার সরকারী প্রাথমিক বিদ্যালয়(✅)হাতরুম সরকারী প্রাথমিক বিদ্যালয়(✅)রামপুর পাঁথার বইপুষ্প পাঠাগার
শান্তিপাড়া নবীন সংঘ ক্লাব
গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়
গোবিন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
গোবিন্দপাড়া বইপুষ্প ইসলামী পাঠাগার
মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাড়িয়া উচ্চ বিদ্যালয়
করখন্ড দাখিল মাদ্রাসা
বানইল উচ্চ বিদ্যালয়
বানইল সরকারী প্রাথমিক বিদ্যালয়
🛖মান্দা:বনগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়
চকগোবিন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়
চকগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়
চকগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
চকগৌরী উচ্চ বিদ্যালয়
বাথইল সরকারী প্রাথমিক বিদ্যালয়
বাথইল উচ্চ বিদ্যালয়।
তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে সব সময় গরিব অসহায় এতিমদের পাশে থাকতে চাই
তাই তাদের একান্ত সহযোগিতা কামনা করছি প্রয়োজনে যোগাযোগ করেন শরিফ উদ্দিন সমন্বয়কারি 01765718875
যেমন কাজ করে হয়: বাড়ি বাড়ি উপহার সামগ্রী বিতরণ, বিলে বিলে নলকূপ স্থাপন, রাস্তায় রাস্তায় গাছ লাগানো, শিশুদের নিয়ে, ইত্যাদি
Devoloped By WOOHOSTBD