ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, প্রত্যুষে ৩১বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। সকল ৯টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন শেষে বিজয়ী প্রতিযোগী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল। পরে বেলা ১২টায় নান্দাইলের ২৬০ জন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সম্মাননা স্মারক ও উপহার টৌকন প্রদান করা হয়েছে। এছাড়া বাদ জোহর মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে খাবার পরিবেশন করা হয় ও সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধের চেতনা স্বরূপ জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবস অনুষ্ঠানে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধানগণ, সাংবাদিকনেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD