নলছিটি পৌর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার এর মধ্যে সিগারেট বিক্রি করা যাবে না
Muntu Rahman
/ ৩৩
Time View
Update :
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
Share
মশিউর রহমান রাসেল।।
নলছিটি পৌরসভায় তামাকজাত দ্রব্য ও সিগারেট বিক্রির জন্য লাইসেন্সিং বাধ্যতামূলক করা এবং স্কুল কলেজের ১০০ মিটারের মধ্যে যেসব দোকানগুলোতে (pos)তামাকজাত দ্রব্য ও সিগারেট বিক্রি করে তাদের উচ্ছেদ অভিযান সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির যৌথ আয়োজনে মঙ্গলবার ( ৩০ এপ্রিল-২০২৪ খ্রি:) নলছিটি পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন নলছিটি পৌরসভার মেয়র আ: অহেদ খাঁন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডা: রাসেল ডালি।স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা।এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর, বিভিন্ন সরকারী ও বেসরকারি স্কুল কলেজের শিক্ষক প্রতি নিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় নলছিটি পৌর মেয়র সভায় লাইসেন্সিং এর জন্য চিঠি ইস্যু করেন এবং এর দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন।