নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ছলিম উদ্দিন তরফদার এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছে।গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার আজিপুরে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিংকালে মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ভোট করার ঘোষণা দেন।এ সময় তাঁর গ্রামের বাড়ির সামনের মাঠে উপস্থিত কয়েক হাজার কর্মী ও সমর্থকরা তাঁর ওই ঘোষণাকে স্বাগত জানিয়ে তার প্রতি হাত তুলে সমর্থন জানান এবং জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এ স্থান।স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা উপলক্ষে ওই স্থানে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি,গোলাম নুরানি আলাল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, বাবুল চন্দ্র ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফটিক চন্দ্র ভট্টাচার্য লাটুবাবু, বদলগাছী উপজেলা আওয়ামী নেতা আব্দুল ছালাম, মিঠাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব,বদলগাছী উপজেলা মহিলা লীগ সভাপতি রাহেলা বেগম প্রমুখ।আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হলে তাঁর হাজার হাজার কর্মী সমর্থকদের প্রত্যাশা এবং চাপে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন বলে তিনি জানান।এর আগে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কর্মী ও সমর্থকদের এক বিশাল মোটর সাইকেল র্যালী মহাদেবপুর শহর হয়ে বদলগাছী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Devoloped By WOOHOSTBD