দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সাবেক মেম্বার রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন আমার নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল এস আই সেলিম রেজা, এস আই সাব্বির এ এস আই আলামিন সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করে ৫ টি ওয়ারেন্ট ভুক্ত আসামী রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করেছে। ৫ টি ওয়ারেন্টর ভিতরে ৩ টি তে তিনি সাজা প্রাপ্ত। দায়রা-৭১৮/১৬ দৌলতপুর সিআর সাজা – ৪১/১৬. দায়রা-৫২৪/১৮. দৌলতপুর সিআর সাজা – ১৫/১৮. দায়রা-৪১৬/১৮.দৌলতপুর সিআর সাজা- ৩২৭/১৭. সেশন- ৪৫/২১. দৌলতপুর সিআর- ২৭/২০২০. দায়রা-৫২৪/১৮. দৌলতপুর সিআর-১৫/১৮।
তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD