আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পাক কোলা গ্রামের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মাহাবুব- উল আলম হানিফ সাহেবের ছবি সহ আওয়ামী লীগ পার্টি অফিস ভাঙচুর কারী মামলার আসামীরা জামিনে এসে মামলার বাদিসহ আওয়ামী লীগ নেতাদের হত্যার হুমকি দিয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে সাবেক মেম্বার ও যুবলীগ নেতা মিলটন বলেন, গত ১৯ তারিখ রাত অনুমানিক নয় টার পরে পাককোলা বাজারস্থ আওয়ামী লীগ পার্টি অফিসে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে হামলা চালায় স্থানীয় সাবেক মেম্বার । সে সময় অফিসে থাকা অবকাঠাম ও বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের ছবি ভাঙচুর করে এ বিষয়ে দৌলতপুর থানায় ২০ তারিখ একটি মামলা হয়।
মামলা থেকে জামিন নিয়ে আসামীরা সহ , ফরজ মন্ডল, বিল্লাল মন্ডল, নাঈম হোসেন ও বাবু , আজিজুল মেম্বারের নেতৃত্বে ২২ তারিখ আনুমানিক সন্ধ্যা পাঁচটার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালায় ও মামলার বাদি লিটন সহ সকল আওয়ামীলীগ নেতা কর্মী দের হত্যার হুমকি দেয়।
এ সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখার জন্য বিষয়টি সঠিক ও তদন্ত করে বিচার দাবি করেন মিলটন মেম্বার।
এ বিষয়ে আজিজুল মেম্বার বলেন, যারা এই সকল কথা বলছে দেখেন তাঁরাই বি এন পি, তাছাড়া সব ষড়যন্ত্র ।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই কাওসার আলম।
Devoloped By WOOHOSTBD