মোঃ সাজেদুল ফরাজি – পুড়াসলুয়া গ্রামে আবারো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ৩০ জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়নের পুড়া সলুয়া গ্রামের মোঃ করিম পিতা এলাহী বক্স মন্ডল ও মোঃ আরিফ মাল পিতা ছবির মাল এর মোট প্রায় দশ বিঘা জমির তামাক বিশেষ ধরনের বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। কষ্টে ফলানো ফসল এখন ঘরে তোলার সময় , এমন সময় ফসলের ক্ষতিতে চরম বিপাকে পড়েছে চাষী। পুড়া সলুয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা মারামারি কিছু দিন শান্ত থাকলেও তামাক নষ্ট হওয়ার কারণে গ্রামে দুই গ্রুপের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী চাষী করিম মন্ডল ও আরিফ মাল এ ব্যাপারে প্রতিবেদক কে জানান মাঠে বিভিন্ন জায়গায় আমাদের ফসলি জমি শুধুমাত্র বেঁচে বেঁচে আমাদের জমি গুলোতেই এ বিষ প্রয়োগ করা হয়েছে। এটা পূর্ব শত্রুতার জেরেই হয়েছে। করিম মন্ডল আরো বলেন আমাদের প্রতি পক্ষ প্রতিবেশি জাহাঙ্গীর মালিথা, পিতা- ফজল মালিথার নির্দেশে আশরাফুল মোল্লা, পিতা- সিরাজ মোল্লা, রনজেত মাল, পিতা- কিয়ামদ্দিন মাল, জাম্মদ মালিথা, পিতা- শামসের মালিথা সহ অজ্ঞাত কিছু ব্যাক্তি মিলে আমাদের ফসল বিনষ্ট করে আমার বড় ধরনের ক্ষতির সম্মুখীন করতে চেয়েছেন বলে আমি মনে করি। এদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি করছি। প্রতিবেদক উক্ত অভিযোগের ব্যাপারে অভিযুক্ত মোঃ রনজেত মাল , জাম্মদ মালিথা ,ও আশরাফুল মোল্লার কাছে জানতে চাইলে তারা সবাই একই কথা বলেন তামাকের ফসল বিনষ্ট করার ব্যাপারে আমরা কিছুই জানি না। তবে কোন তৃতীয় পক্ষ আবার গ্রামের ভিতরে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে উস্কানি মুলক ভাবে এ কাজ করতে পারে। এ ব্যাপারে প্রতিবেদক অভিযুক্তদের কাছে পরিষ্কার করে কিছু জানার উদ্দেশ্যে জানতে চাইলে তৃতীয় পক্ষ এসে বেছে বেছে বাদী পক্ষের জমি গুলো চিহ্নিত করলো কিভাবে প্রশ্ন করলে তারা কোন সদুত্তর না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যায়। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন উক্ত ব্যাপারে ভুক্তভোগী চাষী বাদী হয়ে সন্দেহাতীতভাবে থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। বিষয় টি নিয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এলাকার সাধারণ জনগণ ভুক্তভোগীদের ক্ষতির সঠিক বিচারের দাবী জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD