আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বালির দিয়াড়া গ্রামের মৃত আবু বক্কর মন্ডলের মেয়ে রুবিনা খাতুনের বসত বাড়ীতে পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত অনুমানিক ৮ টার পরে বসত বাড়ীতে আগুন দেওয়া ঘটনা ঘটে।
এ বিষয়ে রুবিনা বলেন, মোঃ নান্টু আলী আমার প্রতিবেশী। তাহাদের
সহিত জায়গা জমি লইয়া পূর্ব হইতে বিরোধ ও শত্রুতা চলিয়া আসিতেছে। যাহার কারণে
আমার বসত বাড়ি ঘর উচ্ছেদ সহ জবর দখল করার হুমকি ধামকি দিতে থাকে। গত ইং-
৫ তারিখ রাত অনুমান ৮ টার পরে আমার বসত বাড়ির উত্তরে আমার মায়ের বাড়িতে প্রয়োজনীয় কাজে যাই। যাওয়ার সময় আমার বাড়ির আশপাশে আনাগোনা করিতে দেখি। আমার মায়ের বাড়িতে যাওয়ার কিছুক্ষন পরে হঠাৎ করে আমার বসত ঘরে আগুন জ্বলতে দেখিয়া আমি আমার বাড়ির দিকে দৌড়াইয়া যাওয়ার সময় উল্লেখিত নান্টু সহ তার পরিবারের লোকজন পালাইয়া যাইতে দেখি। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় আমার বসত ঘরেরআগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আমার একটি ঘর সহ আসবাবপত্র পুড়িয়া অনুমান৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকার ক্ষতি সাধিত হয়। বিষয়টি তদন্ত করে বিচার দাবি করছি।
এ বিষয়ে নান্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, তার পরিবারের লোকজন বলেন নান্টু বাড়িতে নাই সে ঢাকায় আছে।
এ বিষয়ে বিট অফিসার এস আই প্রকাশ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD