কলকাতা থেকে তাপস বিশ্বাস – যোগ এবং অ্যাকিউপ্রেসার এর জগতে দুই বাংলার দুই যোগী অপর্ণা মিত্র ও ডাঃ মনা’র অবদান অনস্বীকার্য। উভয়ই দেশের মানুষ কে নীরোগ রাখতে নিরলসভাবে কাজ করে চলেছেন। দুইজনই শুধু যোগীই নন, অসংখ্য গুনে গুণান্বিত।
উভয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে অসংখ্য রুগ্ন মানুষ আজ সুস্থ ভাবে জীবন যাপন করে চলেছেন।
অপর্ণা মিত্র একজন আদর্শ গৃহিণী, পরোপকারী অত্যন্ত পরিশ্রমী হৃদয়বান মিষ্টভাষী আতিথেয়তা পরায়ন। সেই উদার মানবিক মানুষের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা। তিনি একটা জরুরী মিটিং এ ছিলেন তারপর ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাহার বানু হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনার ব্যারাকপুরে আসার কথা জানতে পেরে তিনি ছুটে যান রেলওয়ে প্লাটফর্মে রিসিভ করতে। দেখা মাত্র মিষ্টিমুখে দাদা বলে ডেকে উঠেন, কুশল বিনিময় করে নিজ বাড়িতে নিয়ে যান এবং যোগ ও অ্যাকিউপ্রেসার সম্পর্কে বাংলাদেশের অবস্থানসহ কিভাবে যোগ ও অ্যাকিউপ্রেসার কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনান্তে ডাঃ কামরুল ইসলাম মনা কে নিয়ে যান নদীয়ার চাকদহ তে তার গুরু শ্রী গোপাল বিশ্বাস এর যোগ ও অ্যাকিউপ্রেসারে রোগ আরোগ্য মুক্তি কেন্দ্রে। গুরুর সাক্ষাৎ এ অসংখ্য ছাত্র ছাত্রী ও রুগীদের প্রাকটিকাল ক্লাস পরিদর্শন এবং জ্ঞান অন্বেষণ করেন ডাঃ কামরুল ইসলাম মনা।
জয় হোক ২ দেশের ২ ত্যাগী মানবসেবায়রত পরোপকারী অপর্ণা মিত্র ও ডাঃ কামরুল ইসলাম মনা’র।
যোগী অপর্ণা মিত্র শীঘ্রই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় দিতে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
বাংলাদেশেও সাংবাদিক ডাঃ কামরুল ইসলাম মনা যোগকে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে দীর্ঘদিন ধরে যোগের প্রশিক্ষণ দিয়ে চলছেন। বাংলায় যোগের জগতে অতি সুপরিচিত নাম ডাঃ কামরুল ইসলাম মনা। তার নিরলস প্রচেষ্টার জয় হোক।
Devoloped By WOOHOSTBD