শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া খুলনা প্রতিনিধি।
“””””””””””””””””””””””””””””””””””””
খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনী মহল, গাজীপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র গুলি সহ ২(দুই) জন কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, সেনহাটি ইউনিয়ন এর চন্দনী মহল গাজীপাড়া এলাকার মাসুম গাজির বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র এয়ারগান ও গুলি উদ্ধার করে, এ সময় ২ জন কে আটক করতে সক্ষম হয় পুলিশ, সূত্রে আরও জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নির্দেশে সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসান আলী এর তথ্য মতে উক্ত বাড়িতে ২৩ শে জুন শুক্রবার সকাল ৮ টার দিকে থানা পুলিশের একটি চৌকস টিমসহ যৌথ অভিযান চালিয়ে উক্ত মাসুম গাজির বাড়ি থেকে দেশীয় চা পাতি ৪ টি,ছোরা বড় ২ টি, ছোরা ছোট ১ টি, একটি এয়ারগান, ১৪ রাউন্ড গুলি, উদ্ধার করে এসময়ে শিরাজ গাজীর পুএ রবিউল হাসান সবুজ আনু: (৩০) ও সালাম হাওলাদার এর পুএ রিয়াজ হাওলাদার আনু: (২৮) কে আটক করে । এবিষয়ে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান দিঘলিয়ায় মাদক সন্ত্রাস অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের প্রচেষ্টায় আমাদের এই অভিযান চলমান থাকবে, ইদানিং কালে দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধের সংখ্যাও বেড়েছে, ঈদকে সামনে রেখে অপরাধের প্রবণতাও বাড়ছে, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ-সাধারণ মানুষ সচেতন না হলে শুধু থানা পুলিশ কিইবা করতে পারে। এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নিকট ধৃত অস্ত্র ধারীদের সম্পর্কে জানতে
Devoloped By WOOHOSTBD