সুনামগঞ্জের দিরাই জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের সম্ভ্রান্ত পরিবার মৃত ফখর উদ্দিনের বংশ ধর। তিঁনি তিন ছেলে দুনিয়াতে রেখে জান তাদের লেখাপড়া কথা বার্তা নম্রতা ভদ্রতা চালচলনে এলাকাবাসীসহ দিরাই উপজেলার মানুষের গর্ব করে বলে। ডা: মাহমুদ হোসাইন এমবিবিএস,ডি-অর্থো সহকারী, অধ্যাপক অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজি বিভাগ নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট সম্মানের সহিত আছে। গ্রামের সাধারণ মানুষ আরো বলে মোনাইম হোসেন জার্মান সরকারের সম্পূর্ণ বৃত্তিতে (DADA scholarship)ব্রেমেন বিশ্ববিদ্যালয়, জার্মানিতে সামুদ্রিক জীববিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে পড়াশোনায় আছে এবং ছোট ছেলে মোসাদ্দেক হোসাইন সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ও বিজ্ঞান প্রকৌশল বিষয়ে বিএসসি (স্বাতক)ডিগ্রিতে পড়াশোনা করছে।কলিয়ারকাপনের ভূমি খেকো মিজানুর রহমান ছোবা, বিতাড়িত শেখ হাসিনার আওয়ামিলীগ এর ইউনিয়ন সভাপতি থাকায় এই সম্ভ্রান্ত পরিবারের ধনসম্পদ, লুটে কাচ্ছিল এবং সুজানুর রহমান সুফি এলাকার দাঙ্গাবাজ বলে কয়েকদিন পূর্বে টাকার বিনিময়ে নামেমাত্র পেইজ সাংবাদিকের মাধ্যমে ভিত্তিহীন সংবাদ পেইজে প্রচার করে। হঠাৎ এলাকারবাসী এবং তাদের নজরে আসার পর প্রতিবাদের জ্বর উঠে, সরজমিনে সম্ভ্রান্ত পরিবারে গুনো গানে মাতওয়ারা হয়ে উঠে।
Devoloped By WOOHOSTBD