হালচাল নিউজ ডেস্ক – গতকাল ৬ই জানুয়ারি/২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার “বাহিরচর ইউনিয়ন কল্যান ফাউন্ডেশন ঢাকা” কর্তিক আয়োজিত বার্ষিক মিলনমেলা ও প্রিতিভোজ – ২০২৩ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঐতিহ্য বাহী ইউনিয়নের নাম বাহিরচর ইউনিয়ন ! উক্ত বাহিরচর ইউনিয়নের ঢাকায় বসবাসরত ব্যক্তি ও পরিবার সদস্যদের নিয়ে
সারাদিন ব্যাপি বার্ষিক মিলন মেলা,প্রীতিভোজ খেলাধুলা, নাচ, গান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল সন্মানিত সদস্যেদের বাহিরচরের ঐতিহ্যবাহী
মটরসুটি সিদ্ধ, পিঠা পুলি চলে দিনভর।
দুপুরের খাওয়া-দাওয়া শেষে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ার হোসেন (UNICEF) ।
উক্ত অনুষ্ঠান অলংকৃত করতে উপস্থিত ছিলেন
“বাহিরচর ইউনিয়ন কল্যান ফাউন্ডেশন ঢাকা”র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সহ-সভাপতি ওয়াসিম সামস সুসম,
মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী
লায়ন ইঞ্জি: মোঃ আশরাফুল ইসলাম,
অর্থ সচিব মোঃ ফিরোজ কবির, সাংগঠনিক সচিব সাজিজুর রহমান সুজন, শিক্ষা ও কল্যান সচিব মোঃ গোলাম মরশেদ শিপোন,
ক্রিড়া ও সাংস্কৃতিক সচিব লায়ন মোঃ রকিবুল ইসলাম পলাশ (নির্বাহী সম্পাদক-এবিসি ন্যাশনাল নিউজ), এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ আশরাফুল আলম (বাচ্চু) বীর মুক্তিযোদ্ধা ও আব: সিনিয়র সহকারী পুলিশ সুপার,
উপদেষ্টা মোঃ আসলাম হোসেন সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ, উপদেষ্টা কর্নেল এ কে এম জহিরুল হোসেন খাঁন( নোবেল), উপদেষ্টা ডা: মোঃ ছাইফুল ইসলাম, উপদেষ্টা ওয়াহিদ সামস সাগর, উপদেষ্টা ইঞ্জিনিয়ার খন্দকার মোহাম্মদ শাহিন বুলবুল, উপদেষ্টা মো: হাসানুর রহমান সেলিম, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহিউল ইসলাম সবুজ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ন কবীর সহ অনেকে।
“বাহিরচর ইউনিয়ন কল্যান ফাউন্ডেশন ঢাকা”
এর পক্ষ থেকে
বিশেষ সম্মাননা পুরষ্কার দেওয়া হয়
১) বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম দৌলত, ২)মোঃ শাহিন ৩) ছাইদুর রহমান দুলাল ৪) আলী হায়দার ৫) মোশাররফ হোসেন ৬)রহমত আলী ৭) শাহেদ কামাল সজল ৮) মুনছুর আলী হিটু ৯)আহম্মদ আলী ১০) গিলটু খালা ,
১১) আসমা ১২) চম্পা ও মাজদার হোসেনকে।
Devoloped By WOOHOSTBD