গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই হুমায়ুন কবির, এসআই উত্তম কুমার সূত্রধর, এসআই মারফত আলী, এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলসহ আশপাশ এলাকার সিসি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তা বিশ্বস্ত সোর্স নিয়োগ করে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা হতে মিশুক চালক কবির হোসেন(৪৫) হত্যাকারীর মূলহোতা আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া ওরফে মুমিন মিয়া (২৮)। বর্তমানে পূবাইল থানা এলাকার মাজুখান (মনির শাহ এর বাসার ভাড়াটিয়া)
পূবাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান,
আসামী ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে বলে যে, চাঁদ রাত অর্থাৎ ১১এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় আসামী মিশুকটি ভাড়া নিয়ে মাজুখান এলাকা হতে হারবাইদ যাওয়ার পথে পূবাইল থানাধীন পদহারবাইদ কালুমার্কেট এর পূর্ব পাশে জনৈক সাত্তার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছেলে চালককে রাস্তার পার্শ্বে ফেলে রেখে মিশুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিশুক চালক বাঁধা দিলে তাকে চাকু দ্বারা পার (আঘাত) করে চালককে রাস্তার পার্শ্বে ফেলে রেখে মিশুক নিয়ে পালিয়ে যায়। মূলত মিশুকটি ছিনিয়ে নেওয়ার জন্যই মিশুক চালকে হত্যা করেছে। তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD