পরোপকারী,গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু,প্রবাসীদের পরম বন্ধু,হাবিবুল্লাহ মিসবাহকে আগামী জকিগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।
হাবিবুল্লাহ মিসবাহ,জকিগঞ্জ উপজেলা ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত লামারগ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা ডাঃ মোঃ কামাল উদ্দিন (রহঃ)বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে বর্ণাঢ্য একটি জীবন অতিবাহিত করেছেন।
একজন নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে ৪নং খলালাছড়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেন। সততার পরীক্ষায় মানউত্তীর্ণ এবং আমানতদারিতে একজন প্রবাদ পুরুষ হিসাবে তার নামস্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
তার পিতামহ প্রখ্যাত বুজুর্গ, পিরে কামিল কুতবুল ইরশাদ,সুলতানুল আরেফিন হযরত মাওলানা মোহাম্মদ আলী রায়পুরী(রহঃ) যুগ শ্রেষ্ট আল্লাহর একজন ওলী ছিলেন।
ডঃ হাবিবুল্লাহ মিসবাহ বিগত ২৩ বছর থেকে পিতার দেখানো পথে ডাক্তারি পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে সাহিত্য এবং সংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখেই চলছেন।
বিগত নয় বছর থেকে জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক সমাজ সেবামূলক সংগঠন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে সব ধরনের সামাজিক কর্মকান্ড অত্যন্ত বলিষ্ঠ এবং দক্ষতার সাথে আঞ্জাম দিয়ে আসছেন। সেই সুবাদে জকিগঞ্জের প্রায় প্রতিটি পাড়া মহল্লায় তার পদচারনা রয়েছে।
“ওয়ার্ল্ড বিডি হিউম্যান হেলপ এসোসিয়েশন ” নামের একটি আন্তর্জাতিক সমাজসেবামূলক সংগঠনের জকিগঞ্জ থানা সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছে তার সম্পৃক্ততা।
একজন কবি ছড়াকার হিসেবে জকিগঞ্জ সাহিত্যাঙ্গনে রয়েছে বিশাল পরিচিতি।
স্বপ্ন সিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক পরিষদ জকিগনজ ” এর মাধ্যমে জকিগঞ্জ এর উদীয়মান নবীন এবং প্রবীণ লেখক কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।বিভিন্ন সাহিত্য সংগঠনের ব্যনারে সময়ে সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
একজন খ্যাতিমান উপস্থাপক হিসেবে হয়েছে তার যথেষ্ট সুনাম। Ztv অনলাইন জকিগঞ্জ এমডি’র দায়িত্ব পালন করার পাশাপাশি নিয়মিত টকশো অনুষ্ঠান উপস্থাপন করে থাকেন।
নবগঠিত উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটিতে রয়েছেন সিনিয়র সদস্য হিসেবে।
Devoloped By WOOHOSTBD