আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম ও সাফল্যের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১২ টায় দলীয় কার্যালয় আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়। এর আগে উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা শহরে গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ শোভাযাত্রা করে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া – টুঙ্গিপাড়া এর দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলি মিয়া ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,কোটালীপাড়া উপজেলা আইন বিষয়ক সম্পাদক নূর আলম হাজরা, প্রচার সম্পাদক হান্নান শেখ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু,কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ এস এম ইস্রাফিল, সভাপতি গাজী খসরু, সহ সভাপতি কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামিরসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD