পুন্ডিবাড়ী,ভারত।
কালো মেঘের আভাসে,
বুক কাপে,
ঐ বুঝি বাজ পরে।
ঝেপে নামবে তবে,
ভাসাবে দুকুলে,
এই থাকে মনে।
মাছরাঙা পাখিরে দেখে
হৃদয় বলে ওঠে,
নদীর মাছটি ধরবে সময় ক্ষণে।
পছন্দের বিষয়গুলিকে যতক্ষণ পাওয়া যায় নিজের মতো করে,
ভালো সেতো প্রকৃতগতভাবে আসে,
প্রয়োজন না মিললে,
তক্ষনাৎ খারাপে গেল।
মনের দড়ি যেদিকে ঘোরে,
সবটাই নয়ত যায় তার মতো করে,
সময় ফেরে দরি চাকা ঘোরে অন্য পথে।
Devoloped By WOOHOSTBD