শহর ছেড়ে গ্রামে এসেছি ঈদের ছলে
কত কথারা এসে কবির মন’যে দোলে,
পাখিরা ডাকে বসে সুদূরে গাছের ডালে
মন সে হারিয়ে যায় তখন সুরের তালে!
খুঁজে পাই চিরতরে হারানো সেই জন
ডাকতো সে যে আমায় পাখির মতোন,
এখন কোথায় আছে তাহারা সব কেমন
ভাববে মন তাহাকেই শুধু শুধু অকারণ!
আগমন হয়েছে এখন কত নতুন জনা
সেসব কবির মনে তত জায়গা করেনা,
শিশু লভিছে কনারা রিয়ার আরজিনা
ডাকে নাকি তারা মিষ্টি মধুর চির চেনা!
মাতানো পুকুরের ধারে সেই দুবলা ঘাসে
ছোট্র শিশির কণারা আজো রয়ে হেসে,
সেখানেও বুড়িটি ডাকছে জমিয়ে বসে
ও মোর কমলিকা,ডাকে এটি ভালোবেসে!
গিয়েছি বাগানে কুমড়ো গাছে জল দিতে
দেখি এসেছে কমলিকা ডাকতে ডাকতে,
গাছগুলো ভারী সুন্দরতো হয় তোর হাতে
কি সুন্দর ফুল ফোঁটেছে দেখ গন্ধে মেতে!
কমলিকা একটা ফল রাখিস আমার জন্য
বুড়ি বড্ড বেহায়া চাইবে দেখলে অনন্য,
যাও দেব,সরে তবু এবার পথ ধরো অন্য
আসলে কমলিকা তুই সুন্দর যেন লাবণ্য!
গভীর নীরব রজনীতে কাঠবেড়ালি হাক
মুক্তমনে ডাকছে পাখিরা মিলে এক ঝাঁক,
সেখানে ভেসে আসে বুড়ির কণ্ঠের ডাক
ও কমলিকা বাহির যাসনি,ডাকছে কাক!
দূর ক্ষেতে ভেসে এলো শেয়ালি ওয়াওয়া
হয়নি কিছুই পর,আজো হয়ে বেপরোয়া,
আম কাঁঠাল হিজল কিছুই যায়নি খোয়া
তাহারাই দূরে কোথা যেনো আজ শোয়া!
জঙ্গলের ধারে গিয়েছি খরকাটি জড়াতে
সেখানে দেখছে দেখি আমায় উৎ পেতে,
চারিপাশ ঘুরেছি এক নজর শুধু দেখতে
মাদুর পেতে বসে আছে দেখি বারান্দাতে!
ভালো রান্নায় মেতেছি গিয়ে চুলার ধারে
সেযে ডাকছে কমলিকা আয় মধুর সুরে,
কি যে বুঝি এতো মজা করে রান্না করে
খাবো আজ দেখিস আমি তোদের ঘরে!
গন্ধরাজ,বেলী ফুলটি আজো গন্ধ দেয়
গিয়েছিলাম গতকাল ঘ্রাণ নিতে সন্ধ্যায়,
দেখি বুড়িটি সেখানেও ডাকছে আমায়
কমলিকা আয় আয় আমার ঘরে আয়!
পাশে জঙ্গলে সেই সাদা ছোট্র ফুলগুলো
আজো ফোঁটে রয়েছে হয়ে এলোমেলো,
বুড়ি সেথায় দেখি কুড়িয়ে মালা গাঁথলো
দেখি এসছে বুঝি পড়াতে আমার গলো!
চড়ুই টিয়ে শালিক পাখির কিচিরমিচির
আজো সন্ধ্যায় শুনি ডাক ঝিঁঝি পোকার,
প্রকৃতি আনন্দে আজো মেতেছি বারবার
সেখানেও বুড়ির ডাকের একই কারবার!
উঠেছি মা’র সঙ্গে ঢেঁকিতে গুঁড়ো বানাতে
বুড়ি বলছে আসবোনি পিঠে করতে রাতে,
কমলিকা ডাকিস আসবো আনন্দে মেতে
এখন যাইরে যা সময় নেই আমার হাতে!
চার’দিন পর যাবো আমার বাপের বাড়ি
আয়না যাই কমলিকা আমার হাতটি ধরি,
বাবা মা ভাই বোন যদিও সবই গেছি মরি
তবে জানিস কমলিকা আছে পাড়াপড়শি!
গিয়েছি বাড়ির পাশে পুরনো কবর স্থানে
খোঁজ নিতে কিরূপ আছে তাহারা সেখানে,
কোথা থেকে ভেসে এসে ডাকে ক্ষণে ক্ষণে
আয় কমলিকা আয় চলে আমার এখানে !
Devoloped By WOOHOSTBD