পাবনা প্রতিনিধি – পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা জনসমুদ্রের পরিনত হয়। মওলানা আনোয়ারুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
অনেকেই বলছেন এ দেশ স্বাধীন হয়েছে। আমি বলবো বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই জুলুম বার বার আমাদের ঘাড়ে ফিরে আসুক? আমরা কি চাই এভাবে আমাদের হাজার হাজার কলিজার টুকরা সন্তানরা জালিমের হাতে নিহত হোক। লাখ লাখ সন্তানেরা আহত হোক। শত শত সন্তানেরা অন্ধ হোক। আমরা এটা চায়না। যদি না চায় তাহলে আমাদেরকে পাহারাদারী করতে হবে। কেউ যেন আমাদের উপর স্বৈরাচারী ব্যবস্থা চাপিয়ে দিতে না পারে। কে কোথায় যাবেনা, যাবে ফায়সালা করবেন আল্লাহ। আর দেশের মানুষের অন্তরে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আল্লাহ দান করবেন।
Devoloped By WOOHOSTBD