• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আন্তঃ জেলা বৈঠক অনুষ্ঠিত দাঙ্গাবাজদের রোষানলে কলিয়ারকাপনের সম্ভ্রান্ত পরিবার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কপিলমুনি আর্ট একাডেমি পরিদর্শন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সফিউল ইসলাম বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আয়োজিত শীতবস্ত্র বিতরণ বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার। বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস — লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা

Muntu Rahman / ৪৩২ Time View
Update : বুধবার, ৩ মে, ২০২৩

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

— লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা

আজ ৩ মে, বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দিবসটি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।

এবারের দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা তাদর পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকগণ এ দিবসটি পালন করে আসছে।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।
গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে থাকে।

তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফজর নামাজ শেষে জুমে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সীমিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক হালচাল নিউজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাহার বানু হাসপাতাল এর অধ্যক্ষ লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের স্বাধীনতার ওপর হুমকি দিন দিন বাড়ছে। রাজনীতিক হিংস্রতার শিকার হচ্ছেন এবং অনেক দিক থেকেই গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে। কিন্তু তারা ভুলে গেছে যে, সাংবাদিকের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হবে।
তিনি আরো বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য পাওয়ার অবাধ অধিকার দিতে হবে। “তথ্য জনগণের পণ্য’ তাই সত্যের পথে আমাদের অবিচল থাকতে হবে। সাংবাদিক সমাজ কে জাগতে হবে। কেউ আমাদের অধিকার দেবে না। অধিকার পেতে হলে প্রতিটি সেক্টরে অংশ নিতে হবে। মৌলিক অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। মনে রাখবেন কারো তাবেদারী নয়, সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হোক আমাদের অঙ্গীকার।

পরিশেষে তিনি কবির কন্ঠে বলেছেন,তুমি সত্য তুমি যোদ্ধা/তুমি অকুতোভয় বীর/যত মিথ্যার শৃঙ্খল আছে/ভেঙ্গে কর চৌচির।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ মৃত সকল সাংবাদিকদের আত্মার মাগফেরাত ও কামনা করেছেন এবং তাদের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD