অপরুপ চাহনি তোমার
পাগল করা চাহনি
চলতি পথে হঠাৎ করে দেখলাম তোমার অপরুপ চাহনি
এ যেন পাগল করা চাহনি
যেন এক নীরব প্রেমের আহবানে জড়িয়ে নিলে আমায়
ঐ অপরুপ সোনা মুখে,পাগল করা ঠোঁট
মায়ায় ভরা চোখে যেন প্রেমেরি আহবান
চেয়ে ছিলাম তোমার পানে আমি অপলকে।
এ তো যেন তুমি নও, যেন জান্নাতি এক হুর
একে একে হল পরিচয় হল বিষম ভালবাসা
একটু খানি পথ দূরে সরে আবার কাছে আসা
চোখেতে চোখ রেখে হাত রেখে তোমার হাতে
তোমার প্রেমে পড়া।
পাগল করা চাহনি হল বলে তুমি শুধু আমার
দিন দুপরে সময়ে অসময়ে হল প্রেমের কথা
মাঝে মাঝে হাসাহাসি আবার হঠাৎ নীরবতা
তোমার অপরুপ চাহনি দেখে চোখে নেই ঘুম মনে নেই সুখ।
শুধু মন চাই তোমারই ছোঁয়া! কিন্তু কি করে বলি তোমায় আমি ভালবাসি,,,,
এরই মাঝে শুরু হল তোমার নীরবতা
হটাৎ করে পাল্টে গেলে এটা কেমন কথা?
অপরুপ চাহনিতে স্বপ্ন দেখিয়ে কেন লুকিয়ে গেলে
আমার শান্ত হৃদয় টা আজ
কেমনে যেন সাগরের উত্তাল ঢেউয়ের মত দোলা দিয়ে গেলো।
তোমার নীরবতা দেখে জানতে চাই এটা কেমন তোমার মন।
আজ নিজেকে নিঃস্ব লাগে কেন তোমায় ছাড়া
তোমায় কাছে ধরতে গিয়েও যায়না কেন ধরা
এভাবে চলতে থাকে চলি দুজন অজানা পথে
আজ আমি থাকি আমাতে তুমি তোমার সাথে।
এখন তোমার কিছু স্মৃতি আমায় ভাবিয়ে যায়
নীরবে আমার চারিপাশে শুধু খুঁজে বেড়ায় তোমারই পাগল করা চাহনি
সব কিছু ভুলতে পারলেও আজও ভুলতে পারিনি মায়ায় ভরা ঠোঁট, ছল ছল দুটি চোখে প্রিয়া তোমার চোখের চাহনি,,,,,,
আমার হৃদয়ে তোমারই নীরব বসবাস, দিবানিশি চোখে ভাসে শুধু তোমারই অপরুপা পাগল করা চাহনি,,,,,
—–তোমারই চাহনির খোজে শুভ সকাল
Devoloped By WOOHOSTBD