চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
১৪ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আলেকদিয়া গ্রামবাসী সমুদ্র থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।মানববন্ধন শেষে উপজেলার আলেকদিয়া গ্রামে অবৈধ সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করা হয়।এসময় স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইউসুফ মিস্ত্রি, এসহাক মেম্বার, আবু তাহের,মেজবাহ উদ্দিন সাহেদ,মোঃ নুরুচ্ছাফা মেম্বার,মোঃ আরজু,সালা উদ্দিন সওদাগর, সাহাব উদ্দিন,মোঃ সাহেদ ও তারক হোসেন প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন ছাত্রদের রক্তের বিনিময় পাওয়া নতুন দেশে ৫আগষ্টের পর থেকেই সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চলে বালু খেকোরা দেদারসে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ৪/৫টি প্রতিষ্ঠান বন্দর থেকে অনুমতি নিয়ে বালু
উত্তোলন করলেও আরও ১০/১২টা ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে দিন রাত।অবাধে বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ ভাঙ্গার হুমকীর মুখে পড়ছে।এতে করে আলেকদিয়া গ্রামের ৫ সহস্রাধিক বাসিন্দা বসতবাড়ি নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।তারা অবিলম্বে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে।এছাড়াও প্রতিবাদ কারীদের বিরুদ্ধে একটি চক্রের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে বক্তারা জানান
Devoloped By WOOHOSTBD