জাতীয় সংসদের ৮৬ নং আসন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শুরু। এই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা: রনি খাতুনের দপ্তর থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। প্রার্থীর অনুপস্থিতিতে তার পক্ষে এই কার্যক্রমে অংশ নেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম এবং ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।
মনোনয়নপত্র হস্তান্তরের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য দলীয় নেতৃবৃন্দকে বিশেষ অনুরোধ জানান।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। এই আসনে আমাদের পূর্বের জয়ের ইতিহাস রয়েছে। আগামীতেও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী জয়লাভ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ বলেন, বর্তমানে চৌগাছায় দাঁড়িপাল্লার সপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বড় ব্যবধানে জয়ী হয়ে জন প্রতিনিধি হিসাবে জনসেবার সুযোগ পাবেন।
Devoloped By WOOHOSTBD