পটুয়াখালীর জেলার মহিপুর থানা বিএনপি’র উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি ও ভোট কেন্দ্র কমিটি গঠনের উদ্দেশ্যে আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০.০০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার।
সভার শুরুতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহিপুর থানাধীন চারটি ইউনিয়নের বিএনপি ও সকল ওয়ার্ড পর্যায়ের অংঙ্গ ও সহযোগি সংগঠনের সুপার ফাইভ ও থানা কমিটির সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে নির্বাচনে জয়ী করার জন্য তৃণমূল নেতৃবৃন্দদের সমন্বয়ে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি ও ভোট কেন্দ্র কমিটি গঠন করার বিষয়ে একমত পোষণ করেন। বক্তরা বলেন, এসকল কমিটিতে ভালো, সৎ, গ্রহনযোগ্য ব্যক্তি, সিনিয়র – জুনিয়রদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হবে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জনগণের কাছে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করা হবে। সকল পর্যায়ের অঙ্গ ও সহযোগি সংগঠনের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে আগামী দিন থানা কমিটির দপ্তরে জমা দেওয়া হবে। মহিপুর থানা মহিলা দলের পূর্ণাঙ্গ ঠিকানা আগামী তিন /চার দিনের মধ্যে গঠন করে ওয়ার্ড ভিত্তিক মহিলা দলের কমিটি করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের নিকট ধানের শীষের প্রার্থী জননেতা এবিএম মোশাররফ হোসেনের জন্য ভোট প্রার্থনা করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও ওলামা দলের নেতৃবৃন্দদের প্রতি থানা বিএনপি’র সভাপতি নির্দেশনা প্রদান করেন, যে সকল রাজনৈতিক দল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্তি করবেন ঐ সকল রাজনৈতিক দলের কর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রেখে অপব্যাখ্যাকারীদের প্রতিহত করতে হবে।
অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো:ফজলু গাজী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম, সহ সভাপতি মাসুদুর রহমান,ডালবুগন্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন, ধুলাসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ মান্নান, মহিপুর থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার বাদল, সাংগঠনিক সম্পাদক মো:সহিদ হাওলাদার,লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার,থানা ওলামা দল সভাপতি ক্বারী আজিজুর রহমান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, থানা যুবদল সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, যুবদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, আক্কাস হাওলাদার, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ফরিদ খান ও সদস্য সচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দল সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ফরাজি,মহিলা দল নেত্রী হেলেন কিলার বিউটি ও রহিমা আক্তার রুপা, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, ডালবুগন্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক হিরো, কৃষক দল ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক হারুন মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলম ও সদস্য সচিব রেজা,মৎস্যজীবি দলের সভাপতি আফজাল মোল্লা ও সাধারণ সম্পাদক হারুন, তাতী দল সভাপতি জাহাঙ্গীর গাজী ও সাধারণ সম্পাদক আমীর খান, সৈনিক দল সভাপতি ফজলু মোল্লা ও সাধারণ সম্পাদক মুন্সী ইউসুফ,মহিপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি মনির মুসুল্লী, ধুলাসার ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার।
Devoloped By WOOHOSTBD