• রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন করতে বাধ্য করা হয়ে : মাওলানা বোরহান উদ্দিন হিজলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সার্টিফিকেট জাল করে সভাপতির আসনে, বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ অবশেষে বহিষ্কার আদেশ প্রত্যাহার, দলে ফিরলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার তাহিরপুরে টিউবওয়েল বরাদ্দে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া বেগমগঞ্জে সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে যুবক আটক ; কম্পিউটার জব্দ বাজুনিয়ার আতঙ্ক ‘হাদী শেখ’: জমি দখল, হত্যা মামলা ও প্রশাসনিক ছত্রছায়ার অভিযোগ আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি, শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে” — বগুড়ায় গোলাম রব্বানীর হুঁশিয়ারি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভেড়ামারায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি !

Muntu Rahman / ২১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে ৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকে বিদ্যুৎ গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নিয় অস্ত্র হাতে করে হামলা করে। পরপর ২ রাউন্ড গুলি করা হয়। গুলি দুইটি লক্ষ্যভ্রুষ্ট হলে,গুলি আর না থাকায় পরে লাইনম্যান সোহাগ (৩৫)কে ধরে অস্ত্রের বাটদিয়ে আঘাত করলে গুরুত্বর রক্তাক্ত জখম ও অজ্ঞান হয়ে লাইনম্যান মাটিতে পরে গেলে দুস্কৃতিকারি পালিয়ে যায়।
খবর পেয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত লাইনম্যান সোহাগ মিয়াকে সেখান থেকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লীবিদ্যুৎ অধীনে হিসাব নং-১০৬/২০৩০, শ্রেণী-আবাসিক এর বাড়ীর মিটারে জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর/২৫ চার মাস বিদ্যুৎ বিল বকেয়া। পরিশোধ করার জন্য বার বার তাক বলা হয়। বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৪৯২১.০০ টাকা পরিশোধ করার জন্য গ্রাহকের বাড়ীতে আজ মঙ্রলবার সকাল ১১টার সময় যায়। গ্রাহক জানায় বিদ্যুৎ বিল পরিশোধ করবো না। তখন লাইনম্যানরা বলেন তাহলে লাইন কেটে দেয়। ছেলে আব্দুর রহিম (২৫) বলে লাইন কেটে দেন । নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দিলে লাইনম্যান সোহাগ ও রাহুলের উপর চওড়া হয় রহিম। ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে আসে। অস্ত্র দেখে লাইনম্যানরা দৌড়দিলে পরপর ২ রাউন্ড গুলি লক্ষ্যভ্রুষ্ট হয়,গুলি আর না থাকায় পরে ১জন লাইনম্যান সোহাগ মিয়া কে ধরে বেধড়ক মারপিট ও অস্ত্রের বাটদিয়ে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। লাইনম্যান মারখেয়ে অজ্ঞান অবস্থায় পরে আছে স্থানীয় লোকজন অফিসে খবর দেয়।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম জানান, জেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেন হিসাব নং-১০৬/২০৩০, তার ৪ মাস বিল বকেয়া থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বলা এবং আলোচনা সাপেক্ষে লাইন বিচ্ছেদ করলে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে আমার লাইনম্যানদের কে অন্যায় ভাবে মেরে ফেলোর উদ্দেশ্যে গুলি ও পরে বেধড়ক মারপিট এবং আগ্নিয়াস্ত্র’র বাটদিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। এই ঘটনায় দােষীব্যক্তি আব্দুর রহিমকে দৃষ্টান্তমুলক আইনগত ভাবে শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন ঘটনায় গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নিয়াস্ত্র হাতে করে হামলা ২রাউন্ড গুলি ও লাইনম্যানকে বে আইনি ভাবে গুরুত্বর আহত করার অপরাধে বাদী হয়ে মোঃ আকরাম হোসেন এজিএম, ওএন্ডএম (অঃ দাঃ) ভেড়ামারা জোনাল অফিস, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা থানায় আব্দুর রহিমকে আসামী করে ভেড়ামারা থানায় এজাহার দায়ের করেছেন। মামলা নং ১৮ তাং ২৩/৯/২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD