কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর কান্দিরপাড়া গ্রামের এক অসহায় কৃষকে আদালতে নির্দেশ অমান্য করে বসতবাড়ি উচ্ছেদ করে জমি দখলের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রাহুল হোসেন বিপ্লব বাদি হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগে উল্লেখ করেন, আমি মোঃ রাহুল হোসেন বিপ্লব (২৩), এনআইডি নং-৫১২৩৫৭৯৯৬২, জন্ম তাং-০৬/০৫/২০০২ ইং, পিতা-মোঃ আবুল হোসেন, সাং-ময়রামপুর কান্দিরপাড়া, ইউপি-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, মোঃ কামাল হোসেন (৫৫), পিতা-মৃত দবির মন্ডল, মোঃ আলামিন (২০), পিতা-কামাল হোসেন, মোঃ তুজাম আলী (৫০), পিতা-মৃত দবির মন্ডল, সর্ব সাং-ময়রামপুর কান্দিরপাড়া, ইউপি-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, তাহাদের সহিত আমার পিতার নামীয় ময়রামপুর মৌজায় আরএস ৪৭৩নং খতিয়ানে ৮১০ দাগে ৪৫ শতক, ৮১১ দাগে ৩২ শতক জমাজমি লইয়া পূর্ব হইতে বিরোধ থাকায় শত্রুতা চলিয়া আসিতেছে। যাহার কারনে তারা আমার উক্ত নালিশী জমি জবর দখল করার হুমকি ধামকি দিতে থাকে। উক্ত জমির কিছু অংশ পারিবারিক রাস্তা রহিয়াছে। তারা নালিশী জমি জবর দখলের হুমকি ধামকি দেওয়ায় এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা নং-২৯৩/২৪ ইং দায়ের করি। মামলাটি বিচারাধীন রহিয়াছে। গত ইং-১২/১২/২০২৫ তাং বেলা অনুমান ১২০০ ঘটিকার সময় আসামীরা জোর পূর্বক আমাদের চলাচলের রাস্তা বাঁশের রেলিং দিয়া ঘিরিয়া দেয়। সেই সময় আমি বাধা নিষেধ করিলে তারা আমাকে খুন জখম করার হুমকি ধামকি দেয়। এমতাবস্থায় সেখানে প্রতিবাদ করিতে গেলে যেকোন সময় খুন জখম সহ শান্তি ভঙ্গের সম্ভাবনা রহিয়াছে।
এ বিষয়ে কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে বলেন আমরা রায় পেয়েছি তাই দখল নিয়েছি।
এ বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD