• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ৩১ দফা প্রচারে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হাওড় পারে ছুটে চলেছেন এমপি প্রার্থী সালমা নজির সীতাকুণ্ডে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু বটিয়াঘাটায় ৩০ পিচ ইয়াবা সহ ১জন আটক সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ,৮ শ্রমিক দগ্ধ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে”— বেলকুচি থানায় মতবিনিময় সভায় আশ্বাস চাঁচড়া রূপদিয়ায় স্ত্রীসহ কৃষককে প্রকাশ্যে হত্যার চেষ্টা সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় গরু আটক সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ চোরাকারবারী আটক কবিতা: শেষ পাতা

চাঁচড়া রূপদিয়ায় স্ত্রীসহ কৃষককে প্রকাশ্যে হত্যার চেষ্টা

Muntu Rahman / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

চিন্নিত মাদক ব্যাবসায়ী আওয়ামীলীগ ক্যাডার মোকলেসের নেতৃত্বে সন্ত্রাসীরা একজন নিরীহ কৃষক কে সপরিবারে হত্যার অপচেষ্টা চালিয়েছে। যশোর সদর উপজেলার ১০ নং চাঁচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড রূপদিয়ায় ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক নয়টার দিকে বাজার সংলগ্ন এলাকায় ঘটেছে। ভুক্তভুগি কৃষকের নাম আমিরুল ইসলাম। সন্ত্রাসীরা তার স্ত্রীকেও হত্যা করতে উদ্যত হয়। গ্রামবাসী টের পেয়ে তাড়া করলে সন্ত্রাসীরা কয়েকটি মোটর সাইকেলে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী এসময় সন্ত্রাসীদের হাতে চাপাতি চাপট, আগ্নেয়াস্ত্র পিস্তল, শর্টগান দেখতে পায়। মোকলেসের সাথে এসময় শার্সা অগ্র ভুলোটের এনায়েত আলীর ছেলে চিন্নিত মাদক কারবারি রিপন হোসেন, বেনাপোল পোর্ট থানার আরেক মাদক কারবারি লাল্টু কে গ্রামবাসী চিনতে পারে।
স্থানীয় রা জানান, এই মোকলেস হাজী সিরাজুল ইসলামের ড্রাগন বাগান থেকে কিছুদিন আগে দিনের বেলায় আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ড্রাগন লুট করে। ঐ কৃষি ফার্মে এই আমিরুল দেখাশোনা করে। এই রাগে মোকলেস তাকে সপরিবারে হত্যার ফাঁক ফোকর খুঁজছিল।
উল্লেখিত বিষয়ে ভুক্তভুগি কৃষক আমিরুল ইসলাম কোতোয়ালি মডেল থানায়
সূত্র জানায়, মোকলেসের মাদক সিন্ডিকেট অন্তত ২০ জন সক্রিয় মাদক ব্যাবসায়ী রয়েছে। এজেন্ট রয়েছে আরো অন্তত অর্ধ শত। এরা সকলেই আওয়ামীলীগের চিন্নিত ক্যাডার। একই সাথে মাদক ও অস্ত্র কারবারি। অভিযোগ রয়েছে এরা মাদকসহ অস্ত্র সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে।
মোকলেস (৩৮) রূপদিয়র মিজানূর রহমানের ছেলে। তবে এখন সে মন্ডলজ্ঞাতি বসবাস করে। পুলের হাট বাজারে তার লোক দেখানো মুদি দোকান রয়েছে।
মোকলেস বাহিনীর সক্রিয় আরো কয়েক সদস্য
রূপদিয়ায় নিয়মিত অস্ত্র মহড়া দেয় বলে গ্রামবাসী অভিযোগ করেছেন।
পুলের হাট আদদিন হাসপাতালে ঢোকার মুখে মোকলেসের মুদি দোকান। তার নামে মামলা ছয়টা। এরমধ্যে চেক জালিয়াতি মামলা আছে। স্ত্রীর মামলায় সে জেল খেটেছে।
এই মাদক অস্ত্র কারবারিরা রূপদিয়া বনি আমিন কে তুলে নিয়ে যায়। পাঁচ পাঁচটি স্ট্যাম্প স্বাক্ষর করে নেয়। বাদুড় তলায় আওয়ামীলীগ কাডার কসাই হাসান নিয়ে যায়। রূপদিয়ার চিত্তরঞ্জন হাওলা দারের সার গোডাউনে তালা মারে। একই গ্রাম রূপদিয়ার শরিফুল (পিতা আব্দুল) কে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। ।
বর্তমানে রূপদিয়া গ্রামে চরম ভয়াবহু ভীতিকর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। মোকলেস বাহিনী সকাল দুপুর বিকাল রাতে আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্রপাতি সহকারে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। প্রাণ ভয়ে কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD