• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন পেলেন এহসানুল হুদা জামালগঞ্জে বিপ্লবী উসমান হাদি স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় দলিল লেখক সমিতির নির্দেশ উপেক্ষা করে কিছু সুবিধাবাদী দলিল লেখক নেতার রেজিস্ট্রিতে অংশগ্রহণ, নকল নবিস দীপ্ত কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজশাহীতে চলছে শীতের পিঠা মেলা তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লাবাহী ট্রাক চাপায় ১ যুবকের মৃত্যু সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ যশোর-২ আসনে জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র সংগ্রহ মাধবপুর থেকে অজ্ঞতনামা এক ব্যাক্তি মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ ৫৯ বিজিবি অধীস্থ ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ২৭ জন আটক যশোর রেলগেটে বিক্রীত জমি ভুয়া ওয়ারেশ হয়ে আত্মসাতের অপচেস্টায় প্রতারক চক্র

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ

Muntu Rahman / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্বামী-দেবরকে কুপিয়ে জখম, ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী ও দেবরকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছাঃ আছমা বেগম (৩৮), স্বামী মোঃ নুরে আলম। তারা গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারায়নপুর (সুখনগর) এলাকার বাসিন্দা। গাইবান্ধা থানায় দায়ের করা এজাহারে তিনি উল্লেখ করেন, তার স্বামীসহ পরিবারের নামে বৈধ দলিলমূলে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি জবরদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে ডি.বি রোড ও আশপাশের এলাকার মতিয়ার রহমান (৬২), মেরী বেগম (৫৫), মোশাররফ হোসেন মশিউর (২৬), মিজানুর রহমান মিজান (৩৫), বিপুল মিয়া (৩৮), বাবুল মিয়া (৪২), রুবেল মিয়া (২৫), বাচ্চু মিয়াসহ ৮–১০ জনের একটি সশস্ত্র দল লাঠি, রামদা, চাপাতি, ছোরা, লোহার রড ও শাবল নিয়ে বসতবাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা টিনের ঘর, রান্নাঘর ও গোয়ালঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বাধা দিতে গেলে আসামিরা মোঃ নুরে আলম ও তার ভাই গোলাম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গোলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় গাইবান্ধা থানায় হত্যা চেষ্টা, দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জমি দখলের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও মতিয়ার রহমান প্রতিবন্ধী মাহবুব ও এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেধাবী ছাত্র আশরাফ আলীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার চেষ্টা করছেন, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD