আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
“ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায়ের পর দেশবাসী আশা করেছিল একটি বৈষম্যহীন সমাজ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে। কিন্তু জাতি হতাশ—গণহত্যা, দুঃশাসন ও ফ্যাসিবাদের বিচার হয়নি। তাই আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সময়ের দাবি।”
তিনি আরও বলেন—
“নির্বাচন হতে হবে জুলাই সনদ অনুযায়ী আইনিভাবে এবং পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে। গণতন্ত্র ধ্বংসে জড়িত আওয়ামী দোসর জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচার করতে হবে, অন্যথায় এ দেশের মানুষ আর চুপ করে থাকবে না।”
“জামায়াত সবসময় ন্যায়ের পক্ষে থেকেছে” — আন্দোলনের ইতিহাস স্মরণ করলেন রব্বানী
গোলাম রব্বানী বলেন—
“জামায়াত সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। অতীতে যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে থেকেছে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রসমাজ জামায়াতের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে—এটাই তার প্রমাণ।”
তিনি উল্লেখ করেন, “আজকের ছাত্ররাই আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সকল বৈষম্য, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা হবে।”
“ভোটাধিকার হরণের ষড়যন্ত্র হলে প্রতিরোধ হবে গ্রাম থেকে শহরে”
প্রধান অতিথি হুঁশিয়ারি দিয়ে বলেন—
“যদি নির্বাচন নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র হয় বা জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হয়, তবে জনগণ আর বসে থাকবে না। প্রতিটি গ্রামে, প্রতিটি জনপদে গড়ে উঠবে গণপ্রতিরোধ। এই আন্দোলন কেবল জামায়াতের নয়—এটি হবে গণতন্ত্র ও গণঅধিকার পুনঃপ্রতিষ্ঠার জাতীয় আন্দোলন।”
সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের স্থানীয় নেতারা
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল।
বক্তব্য দেন:
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম
আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক
উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক
উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন
উপজেলা ওলামা বিভাগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ
Devoloped By WOOHOSTBD