মৌলভীবাজারের সদরে ২৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। ২০ ডিসেম্বর ২০২৩খ্রিঃ (বুধবার) সকাল অনু: ১০:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় থেকে উদ্ধার করা হয়।
ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ট-২০-৮১৫৩ তে ভারতীয় চিনি বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ কর্তৃক উক্ত ট্রাকটি সিগন্যাল দিলে ট্রাক চালক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ২৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Devoloped By WOOHOSTBD