• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার ক্যাম্পে বহিরাগতরা হামলা বিশ্বম্ভর পুরে ইরা সংস্থার মালালা ফান্ডের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত ভেড়ামারায় বিদ্যুৎ এর তামাকের অফিস ভাংচুর লুটপাট এবং ফসলের ব্যাপক ক্ষতিসাধিত করেছে কতিপয় দুর্বৃত্তর ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে নাসিমের মা স্ত্রীর উপর হামলা! লুটপাট গাড়ি ও মিটার ভাংচুর ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট ভেড়ামারায় জনপ্রিয় গণমাধ্যম দেশ চ্যানেল এর চতুর্থ বর্ষ পালিত ভেড়ামারায় সোশ্যাল ইসলামী ব্যাংক আয়োজিত অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ দিরাইয়ের কুলজ্ঞ গ্রামে কৃষিকাজে বাধাঁ,চাষাবাদের যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়াসহ হুমকি,থানায় অভিযোগ দায়ের জগন্নাথপুর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সর্বস্তরে অন্তত সাইনবোর্ডের ভাষা বাংলা লেখা বাধ্যতামূলক করা হোক — ডাঃ কামরুল ইসলাম মনা

স্তন ক্যান্সার একটা নিরব ঘাতক ব্যাধি! সঠিক সময়ে সনাক্ত হলে তার প্রতিকার সম্ভব — ডাঃ কামরুল ইসলাম মনা

Muntu Rahman / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

স্তন ক্যান্সার একটা নিরব ঘাতক ব্যাধি! সঠিক সময়ে সনাক্ত হলে তার প্রতিকার সম্ভব

— ডাঃ কামরুল ইসলাম মনা

আজ ১০ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস। স্তন ক্যান্সার একটা নিরব ঘাতক ব্যাধি। সঠিক সময়ে সনাক্ত হলে তার প্রতিকার সম্ভব। আমাদের দেশে ক্যান্সারে যত নারীর মৃত্যু হয়, তার অন্যতম কারণ স্তন ক্যান্সার। প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হয় এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যায়। পরিসংখ্যানটি খুবই ভয়াবহ। যেকোনো নারীই স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। যদি ক্ষতির কারণ লজ্জা হয়,তাহলে আর লজ্জা নয়। তাই “জেগে উঠুন, জেনে নিন”। লাইফ স্টাইল পরিবর্তন করুন! স্তন ক্যান্সার মুক্ত জীবন যাপন করার প্রত্যয় নিন।

প্রতি বছর অক্টোবর মাস নারীদেরকে বিশেষ ভাবে স্মরণ করিয়ে দিয়ে যায়, “নিজেকে ভালোবাসুন! নিজের যত্ন নিন! নিজের শরীর নিয়ে ভাবুন। আসুন স্তন ক্যান্সার থেকে বাঁচতে প্রাকৃতিক জীবন যাপন করি।

সচেতনতা দিয়ে সূচনা হোক ক্যান্সার দিবসের! সময়ের আগেই চিনে ফেলুন এই মারণ রোগের উপসর্গগুলো

স্তন ক্যান্সারের লক্ষনসমূহ :

১.স্তনে চাকা বা পিন্ড
২. নিপল বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া
৩.নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া ৪.চামড়ার রং বা চেহারার পরিবর্তন
৫.বগলতলায় পিন্ড বা চাকা ইত্যাদি লক্ষণ দেখা দিলেই লজ্জা না করে অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন!

আমাদের দেশে মা বোনদের উক্ত লক্ষণ দেখা দিলে প্রথমে লজ্জায় কাউকে কিছু বলে না ফলে পরবর্তী তে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। তাই আর নয় কোন সংকোচ! আর নয় লজ্জা! যদি ক্ষতির কারণ লজ্জা হয়,তাহলে আর লজ্জা নয়।

আমাদের দেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের স্থান শীর্ষে, ১৯ শতাংশ। নারী-পুরুষ মিলিয়ে হিসাব করলে ৮ দশমিক ৫ শতাংশ। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার- আইএআরসির সর্বশেষ প্রকাশিত এই হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজার ৭৬৪ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে ৬ হাজার ৮৪৪ জন মারা যান।
বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে,
সঠিক ও পূর্ণ চিকিৎসায় ৯০ শতাংশ স্তন ক্যান্সার
রোগীর সুস্থ হওয়া সম্ভব।

আজ ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস। হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত দেশের সকল কার্যালয়ে স্ব স্ব এলাকার মানুষ কে সচেতন করতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার আহবান জানান অত্র সংস্থার চেয়ারম্যান ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম মনা। চিকিৎসাশাস্ত্র বলছে, যেকোনো নারীই স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। তাই আসুন আমরা স্তন ক্যান্সার থেকে রক্ষা পেতে সচেতন হয়! স্তন ক্যান্সার মুক্ত জীবন যাপন করি। নিয়মিত প্রাণায়াম যোগ করুন! নীরোগ থাকুন। নিজের ডাক্তার নিজেই হয়ে উঠুন।
তিনি আরো বলেন, বলেন, নারীদের ক্ষেত্রে তিন ধরনের ক্যানসারের রোগী বেশি দেখা যায়। সেগুলো হলো—সার্ভিক্যাল বা জরায়ু মুখের ক্যানসার, ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার এবং স্তন ক্যানসার। আমাদের দেশে নারীরা জরায়ু মুখের ক্যানসার ও স্তন ক্যানসারে বেশি মারা যাচ্ছেন। লাইফ স্টাইল পরিবর্তন, সচেতনতা এবং প্রাণায়াম যোগের মাধ্যমে এই রোগ থেকে বেঁচে থাকা সম্ভব।

স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসা সেবা নিতে ০১৭১২২৭৬৭৫৩

ডাঃ কামরুল ইসলাম মনা
চেয়ারম্যান
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা,
ভেড়ামারা, কুষ্টিয়া।

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড
প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক
ভেড়ামারা, কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD