কুষ্টিয়া- ১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১ মাস যাবৎ রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়াজনিত রোগের চিকিৎসা গ্রহণ করেন।
এসময় রাজনৈতিক কোন কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি করতেন। তবে গত ২৮ মার্চ সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে অংশ নেন তিনি।
রবিবার (৭ এপ্রিল) তিনি আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে নিজ বাড়ি ফিরেছেন।
সোমবার সকাল থেকে জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বলে জানাগেছে।
সর্বস্তরের সকলের দোয়া কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
উল্লেখ্য যে,সাবেক পুলিশ সুপার আলহাজ্ব এম জি মোস্তফা গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সাংসদ রেজাউল হক চৌধুরী’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD