সুনামগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবিরের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ন্যায় বিচার পাওয়াকে মানবাধিকার অংশ হিসেবে গণ্য করা হয়।বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা একে অপরের পরিপূরক। পুলিশ বিভাগ ও ম্যাজিস্ট্রেসী ফৌজদারি বিচার ব্যবস্থার অন্যতম স্তম্ভ।পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ কাজ করবে স্বাধীনভাবে।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট নিশাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাবির আহমদ আকঞ্জী, পিপি এড.খায়রুল কবির রুমেন,অতিরিক্ত পিপি এড.সামছুল আবেদীন, আইনজীবী এড.শেরেনূর আলী। ##