সীতাকুন্ডে নির্বাচনী গণসংযোগে এস এম আল মামুন
————————————————–
ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন
এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)।। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় (চট্টগ্রাম-৪ আসনে) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন বলেছেন, আগামী৭ জানুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন। নির্বাচনকে কেন্দ্র করে সীতাকুণ্ড কে অশান্ত করার চেষ্ঠা করা হলে জনগণকে সাথে নিয়ে এর সমোচিত জবাব দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতেই বিএনপি – জামাত ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
গতকাল(শনিবার )চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়ন ও ২নম্বর বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগকালে এস. এম আল মামুন এসব কথা বলেন।
বক্তব্য শেষে তিনি উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ও ২নং বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর ইউপি চেয়ারম্যন এইচ এম তাজুল ইসলাম নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন রশীদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলা বিএসসি।পরে উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, তথ্য গবেষণা সম্পাদক ফেরদৌস আলম মিয়াজী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, সদস্য নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাহুল আমীন, সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শাহজাহান, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী প্রমুখ।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা ,সীতাকুন্ড
চট্টগ্রাম ।
তাং-23/12/2023