”সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩নভেম্বর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সীতাকুণ্ড উপজেলা সমবায় অফিসার মন্জুমান আরা বেগম এর সভাপতিত্বে এভারব্রাইট ফাউন্ডেশন মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক তপন মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম, রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আবদুল্লাহ আল মামুন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃতাজাম্মল হোসেন,সীতাকুন্ড উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সৈয়দ মোঃ নাজমুল হাসান,সহকারী পরিদর্শক আকলাখ উল আজিম,সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আজিজুর রহমান ও খায়রুল বশর প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির অবদান অনেক। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমবায়কেও এগিয়ে নিয়ে যেতে হবে এখানে থাকবে না কোন বৈষম্য।। এটাই সকলের প্রত্যাশা।
Devoloped By WOOHOSTBD