কেউ যদি চায় মাথা
উঁচু করে বাঁচতে,
সচেষ্ট সর্বদা
পিছে কাঠি করতে,
আছে কিছু অমানুষ
আজও এই মর্তে,
শয়তানি খেলা করে
যাদের চিত্তে,
কীর্তনে বাঁশ দেয়
জল ঢালে নৃত্যে,
কালো কাজ করে এরা
সকাল হাত রাত্রে।
ভান করে তারা যেন
কত বড় মহান,
মুখোশের আড়ালেতে
আসলেই শয়তান।
কথা দিয়ে কথা নিয়ে
করে শেষে ক্ষতিদান,
দুর্জন হতে তাই
আগে সাধু সাবধান।।