আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
২৫ ফেব্রুয়ারি শনিবার সড়কপথে একদিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়া আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও
কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার উত্তর কোটালিপাড়ার ভাঙ্গার হাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। পাশাপাশি তার সফরকালে কোটালিপাড়ার বিভিন্ন রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ ভবনসহ মোট ৪৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদউল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এসে ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। এই ৪৮টি প্রকল্প উদ্বোধনের পর এ এলাকার মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে মঞ্চ তৈরি ও সাজ সজ্জার কাজ শেষ হয়েছে।
অপরদিকে প্রধানমন্ত্রীর কোটালিপাড়ার এই জনসভাকে জনসমুদ্রে পরিনত করার ঘোষণা দিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেখ হাসিনার আগমন উপলক্ষে পুরো কোটালিপাড়ায় ফেস্টুন ব্যানার দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন-
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রী সফর কালে কোটালিপাড়া টুঙ্গিপাড়ার বেশ কয়েকটি উন্নয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থানগুলো প্রস্তুত করা হয়েছে।
দলীয় সুত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ার জনসভা শেষে সড়কপথে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর তার নিজ নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পূর্বে গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সময় শেখ লুৎফর রহমান সরকারি কলেজে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে করোনা মহামারীর কারণে আর কোটালীপাড়ায় আসতে পারেনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
Devoloped By WOOHOSTBD