এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ জুন ২০২৩ ইং তারিখ সন্ধ্যা পণে ০৭ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় নামক এলাকায় মাদক বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।
অপারেশন চলাকালীন সময়ে মাদক কারবারির হেফাজত হতে যথাক্রমে,(ক) ৩০০ বোতল ফেন্সিডিল, (খ) ০১-টি মোবাইল ফোন, (গ) ০২-টি সীমকার্ড, (ঘ) ০১-টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ মহাজিত হোসেন (৩০), পিতা- মজনু সরদার, সাং- ভাটপাড়া (বঙ্গবন্ধু মোড়), থানা- চারঘাট, জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকা হতে পুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে ০১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি যোগে যাত্রীবেশে ০১ জন লোক ০১ (এক) টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে যাচ্ছে।
বিষয়টি অবগত হওয়া মাত্রই রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় হইতে অনুমান ১৫ গজ দক্ষিনে জনৈক মোঃ আওয়াল (৪৫) এর বাংলা এন্ড টাস মোবাইল জোন মোবাইল দোকানের সামনে পাঁকা রাস্তার র্যাবের একটি চৌকস অভিযানিক দল পৌঁছে যায়।
র্যাব ঘটনাস্থলে পৌঁছামাত্র তাদের উপস্থিতি টের পেয়ে ভ্যানের সামনে বাম পাশে বসে থাকা যাত্রীবেশে ০১ জন ব্যক্তি নেমে কৌশলে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে ঘটনাস্থল হতে ০১ টি প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় হতে ৩-শো বোতল ফেন্সিডিল উদ্ধার তথা ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (০৭-ই জুন, ২০২৩ ইং) দিবাগত রাত ১০-টা ৩৮ ঘটিকায় সিপিসি-র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
RUHUL AMIN, DHAKA-07/06/2023
Devoloped By WOOHOSTBD