• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার ক্যাম্পে বহিরাগতরা হামলা বিশ্বম্ভর পুরে ইরা সংস্থার মালালা ফান্ডের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত ভেড়ামারায় বিদ্যুৎ এর তামাকের অফিস ভাংচুর লুটপাট এবং ফসলের ব্যাপক ক্ষতিসাধিত করেছে কতিপয় দুর্বৃত্তর ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে নাসিমের মা স্ত্রীর উপর হামলা! লুটপাট গাড়ি ও মিটার ভাংচুর ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট ভেড়ামারায় জনপ্রিয় গণমাধ্যম দেশ চ্যানেল এর চতুর্থ বর্ষ পালিত ভেড়ামারায় সোশ্যাল ইসলামী ব্যাংক আয়োজিত অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ দিরাইয়ের কুলজ্ঞ গ্রামে কৃষিকাজে বাধাঁ,চাষাবাদের যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়াসহ হুমকি,থানায় অভিযোগ দায়ের জগন্নাথপুর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সর্বস্তরে অন্তত সাইনবোর্ডের ভাষা বাংলা লেখা বাধ্যতামূলক করা হোক — ডাঃ কামরুল ইসলাম মনা

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর থেকে ০১ কেজি ১’শো গ্রাম হেরোইন’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর থেকে ০১ কেজি ১’শো গ্রাম হেরোইন’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখ সময় রাত্রী- ০৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন র‍্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল। অভিযান চলাকালীন সময় যথাক্রমে, (ক) হেরোইন- ১১০০ গ্রাম, (খ) নগদ- ৪২,০০০/- টাকা, (গ) মোবাইল ফোন- ০১টি, (ঘ) সীম কার্ড- ০১টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ লিটন (৪৪), পিতা- মৃত হোসেন আলী, সাং- চর আমতলা, ইউপি- চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪৪), পিতা- মৃত হোসেন আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই নৌকা যোগে নদী পেরিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪৪), পিতা- মৃত হোসেন আলী এর বসত বাড়ীতে গোপনে পোঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টা করে। ওই সময় ০১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীর বসত বাড়ীর ভিতরে ঘর সংলগ্ন আঙিনায় থাকা খড়ের আটির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক অভিযানে গোদাগাড়ীর দূর্গম চর থেকে ০১ কেজি ১’শো গ্রাম হেরোইন’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-30/11/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

One response to “র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর থেকে ০১ কেজি ১’শো গ্রাম হেরোইন’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

  1. chwfwckyma says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD